সরকারী হিসাবে, বর্তমানে বাংলাদেশের আয়তন কত?

map bangladesh blogzonebd

সরকারি হিসাবে, বর্তমানে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। এটি 2021 সালের সরকারি হিসাবে।

এর মধ্যে ভারতের থেকে লাভ করেছিল নেদারল্যান্ডসের সালিশি সভার রায়ে 2014 সালের 7ই জুলাই 19,467 বর্গ কিলোমিটার সামদ্রিক অংশ এবং মায়ানমার থেকে জার্মনির হামবুর্গের সালিশীতে লাভ করেছে 2012 সালের 14ই মার্চ 70,000 বর্গ কিলোমিটার সামুদ্রিক অংশ, যদিও এই সামুদ্রিক অংশ মূল আয়তনের মধ্যে ধরা হয় নি।

এদিকে পদ্মা – ব্রহ্মপুত্র নদের ব – দ্বীপ অঞ্চলে জেগে উঠেছে 50টি দ্বীপ, যাদের মোট আয়তন 1600 বর্গ কিলোমিটার। এই নতুন দ্বীপমূহ যুক্ত করলে দাঁড়ায় 1,49,210 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ সরকারিভাবে জানায়নি। নিচে নতুন দ্বীসসমূহের একটির ছবি যোগ করা হলো।

এক্ষেত্রে একটা কথা ধরা হয় নি, সেটা হলো ছিট মহল বিনিময়। এই বিনিময়েও বাংলাদেশ লাভ করেছে 40 বর্গ কিলোমিটার। তার আগে বাংলাদেশের আয়তন ছিল 1,47, 570 বর্গ কিলোমিটার।