মুন্তাখাব হাদিস – একরামে মুসলিমঃ (মুসলমানের মর্যাদা) হাদিস- ৪৪-৪৫

হাদিস-৪৪ (মুসলমানের মর্যাদা)

হযরত আ’ব্দুল্লহ ইবনে আ’মর রদিয়াল্লহু আ’নহুমা (عبْد الله بنْ عمْرو رضى الله عنْهما) বর্ণনা করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম কে এরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমান শারিয়াতের উপর আমাল কারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ঐ ব্যক্তির মর্যাদা লাভ করিয়া ফেলে, যে রাতে নামাযে অনেক বেশি পরিমাণ কুরআন পাঠ করে এবং অনেক বেশি রোযা রাখে। (মুসনাদে আহমাদ)

মুন্তাখাব হাদিস (দারুল কিতাব, জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ৫৩২

হাদিস-৪৫ (মুসলমানের মর্যাদা)

হযরত  আবু দারদা রদিয়াল্লহু আ’নহু (أبىْ الدّرْداء رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, (কিয়ামাতের দিন) মুমিনে পাল্লায় সচ্চরিত্রের চাইতে বেশি ভারী কোন জিনিস হইবে না। (আবু দাউদ)

মুন্তাখাব হাদিস (দারুল কিতাব, জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ৫৩২